লেগেছে কিনা মানবতার ছোঁয়া দেখি চেয়ে
গিয়েছে কিনা উন্নয়নের আলো সবই ছেয়ে
সমাজের অন্তর-বাহির জেগেছে কিনা ঠিক
দিকভ্রষ্ট মানুষেরা সেথা পেয়েছে খুঁজে দিক
বঞ্চিত হয় নি কেউ কোনো অধিকার থেকে
ন্যায়বিচারের মূলদন্ডটি সেথা যায়নি বেঁকে
দুঃশাসন, নিপীড়ণ, নির্যাতন, বঞ্চনাও নেই
অপার সুখের বাতায়নে বায়ু হারায় না খেই
তবু বলবো না সে সমাজ সভ্যতায় মুখোর
নির্মল আলোয় আলোকিত জনগণ তুখোড়
সে সমাজের সভ্যতা হয়েছে উৎকৃষ্ট ততো
যে সমাজে রয়েছে প্রকৃত সাহিত্যিক যতো।