বই হলো সেই বন্ধু যাকে ভাবলে সঙ্গী তবে
হতে হবে না নিঃসঙ্গ কভু স্বার্থপরতার ভবে।
সুদিনের মনুষ্য বন্ধু অসময়ে কি আর আছে?  
সকল সময়ের বন্ধু হয়ে বই রয়ে যায় কাছে।
যে ব্যক্তি পড়ে না বই অজ্ঞ সে তো থাকবেই,  
ঘোর তমসার আঁধারকে আপন করে রাখবেই।      
মর্যাদাবোধ জাগছে না তার বই যে পড়ছে না,  
সভ্যতার আলোকে সে নিজের তরে ধরছে না।
জ্ঞানভাণ্ডার বইতে মেলে, তার কি তুলনা হয়?
কোন আসবাবপত্রই বইয়ের মতো উজ্জ্বল নয়।  
যে সমাজে বইয়ের কদর সবকিছুর ঊর্ধ্বে রয়
সে সমাজে সভ্যতা আছে; মানবতাও সর্বময়।