মায়ের মুখের মধুর ভাষা শুনি মুগ্ধ হয়ে,  
প্রাণ মাঝে সঞ্চারিত সুখগুলো যায় বয়ে।
মা যে এক অমূল্য ধন, মাতৃভাষা তেমন
শূন্যদেহ জাগিয়ে তোলে প্রাণবায়ু যেমন।
মুখের ভাষা যখন আসে কলমেরই মুখে
সাহিত্য প্রাণ খুঁজে পায় ছন্দধারার সুখে।
বুঝে না যে মাতৃভাষার মূল্য কোনো দিন
মূল্যবোধে অবক্ষয়িত সে, অন্তরটা দীন।  
যে বিকিয়েছে অশ্লীলতায় মধুর মাতৃভাষা
কুলাঙ্গার সে পরিশেষে পায় শুধু হতাশা।
ধন-দৌলত-স্বাধীনতা গেলে থাকে আশা,
ক্ষীণ আশাও রয় না যদি না থাকে ভাষা।