সেই শিক্ষা তো অশিক্ষাসম যে শিক্ষার সকল ধরণ  
কোনো সম্প্রদায় বা জাতিবিশেষের অন্ধ অনুকরণ।  
একটি জাতের পাত ভরতে যে শিক্ষার অর্থ দাঁড়ায়
ছকে বাঁধা সেই শিক্ষা ক্রমাগত তার মানই হারায়।
সংকীর্ণ শিক্ষার বর্ণ সাম্প্রদায়িকতা যতোটা কালো,
সার্বজনীন শিক্ষা ছড়ায় সত্যিকারের শিক্ষার আলো।
খোদায় দেয়া জ্ঞান, ক্ষমতা অনুশীলন করেন যাঁরা,
জাতি, ধর্ম, বর্ণের বিভেদ হয় না কভু তাঁদের দ্বারা।        
অর্জিত সব শিক্ষা-গুণ সদ্ব্যবহার করা মনুষ্য আচার,
শিক্ষার কুব্যবহার বড় দোষ যেমন তেমনি পাপাচার।  
স্রষ্টার কাছে জাত ভেদ নেই- এই হোক প্রকৃত দীক্ষা;
মানবতায় শপিত হোক মানব কতৃক অর্জিত সুশিক্ষা।