ভাষা হচ্ছে মন্দিরসম, নির্ভয়ে নিলে আশ্রয় সেথা
ভয়ের ভবে কে টানে? সাহস বলো রাখে কে তা?  
মুখে এসে যে ভাষা উচ্চারিত হলেই মধু দোলায়
বাস্তবতা, পরাবাস্তবতার যতো সব দুঃখ ভোলায়।
স্বর্গীয় সুধার স্রোতোবহা সেতো কর্ণে বাজায় সুর
কলকল ধ্বনি বাজে অন্তরে, দুঃখ-ব্যথা করে দূর।  
ভাষা শুধু ভাষাই তো নয়, সে তো জাতির অস্তিত্ব,
ভাষা বিনে জাতিও অসম্ভব, ভাষায় বিরাজ কর্তৃত্ব।
ভাষার মতি পবিত্র অতি, মিথ্যে কভু সে না বোঝে,
ভাষাতেই মানবাত্মা পরম নিশ্চিন্তে আশ্রয় খোঁজে।