কপোল 'পরে যে দুটি নেত্র সে নেত্রে তো সকলে দেখে
যা কিছু আছে, যেখানে আছে সেখানেতে তাদের রেখে।  
দেহের চোখে যায় তো বোঝা কোন বস্তুর কেমন স্বরূপ,    
মনের চোখ যায় গভীরে, দেখে এক বস্তুই নেয় বহুরূপ।
যা কিছু সৃষ্ট এই বিশ্বজগতে কবি দেখে তা অন্তর দিয়ে,
কতো অরূপের অস্তিত্ব সে দেখে অন্তর মধ্যে চক্ষু নিয়ে।  
চোখ সম্মুখের দৃশ্য যখন চোখের পলকেই হারিয়ে যায়
কবির ভাবের দৃষ্টিটা যে সে দৃশ্যের আবহ বাড়িয়ে যায়।        
কবির মনের চোখে যা যা দেখা মন গহীনে রাখছে ধরে
তাইতো কাব্যের ছন্দে ছন্দে নানা আভাসে বাজনা ঝরে।