শ্বেতশুভ্র পাতা, সুদৃঢ় মলাট, রাঙা প্রচ্ছদখানি
পাঠক মনে দোলা লাগায়, দৃষ্টিকে নেয় টানি।
আগ্রহী সে বইয়ের পোকা তুলে নেয় সেই বই,
এ কি দেখে! বইয়ের ভিতর প্রাণের কথা কই?  
বইয়ের লেখক দম্ভ করেন, ভাবে তিনি লস্কর!  
খারাপ বই মানেই হলো এক নিকৃষ্টতর তস্কর।  
এক বছরে হাজার গ্রন্থ লিখলেই লেখক হয় না
হাজার যুগের এক শ্রেষ্ঠ গ্রন্থের সমকক্ষ রয় না।  
যে বইয়ে নেই জীবনের কথা তা হয় কভু বই?
হাটে, বাজারে, পথে-ফুটপাতে করে শুধু থৈ থৈ।
সে বই শ্রেষ্ঠ সকল যুগে যা বলে জীবনের কথা  
সেই বইয়ের লেখক অমর, লেখা পায় যথার্থতা।