হৃদয় মাঝে আঁচড় কাটে তেমন বই-ই চাই
সে বইকে আমার প্রাণাগারে করবো বাঁধাই।  
যে জীবনে গ্রন্থের ছোঁয়া লাগে নি একটিবার
সে জীবনের যা অর্থই থাক, তবুও অন্ধকার।
যার জীবনের অন্দর জুড়ে বদ্ধ নিকষ কালো,
সে কালোত্ব ঘোচাতে পারে গ্রন্থ ভরা আলো।
বস্তুবাদী যতো সুখ আছে সব বিসর্জন দিয়ে  
চিলেকোঠায় থাকবো পড়ে অজস্র বই নিয়ে।
বই কিনে গরীব হলেও কিছুই যায় আসে না,
হতে চাই না সে রাজা যে বই ভালোবাসে না।