যে সাহিত্য রচিত হয় না সমসাময়িকতা নিয়ে
কোন্ মহান কাজ হয় বলো সে সাহিত্য দিয়ে?
অতীত ঘিরে পড়ে থেকে যে সাহিত্য তৈরি হয়
সে সাহিত্য বিদ্যমান মানবসমাজের কথা কয়?
যে সাহিত্যের প্রতি পাতায় সমকাল যায় দেখা
সে সাহিত্য জনমানুষের জন্য, সার্থক সে লেখা।