ভাষার বাহার অলংকারে সাজিয়ে দিলাম গেঁথে
শব্দের কোলে শব্দই দিলাম সুখ আনন্দে মেতে  
ছন্দে ছন্দে ছড়িয়ে দিলাম স্পন্দিত মানব প্রাণ  
তার পরশে আলোড়ন তোলে অন্ত্যমিলের ঘ্রাণ।    
ভাব, কল্পের বাঁকে বাঁকে যতোটুকু মোহ মায়া  
বিন্যাসিত প্রতি অক্ষরে দোলা দেয় তারই ছায়া।    
শব্দের মহান কারিগরের ভাব ওড়ে মন-প্রান্তরে,    
শব্দই যদি কবিতা হয় তার উৎস কবির অন্তরে।