নিজের বলতে অঢেল সম্পদ আছে, আছে ধন;
আছে সারাক্ষণ উপভোগে ব্যস্ত বিলাসী জীবন।    
অগন্তা দাস-দাসী তোমার আরামপ্রিয়তা আঁটে,  
ডানে-বায়ে, সমুখে-পশ্চাতে ফরমায়েশই খাটে।  
জোড়া কতক প্রাসাদে বহে কম্প্রেসরের হাওয়া,
লোভ-লালসার বাতিকে অসীম তোমার পাওয়া।
মাটিতে পড়ে না তোমার অলঙ্কৃত মৃন্ময় পাদু'টি,
অহম দেখাতে আহ্লাদও করো মানব ঘাড়ে উঠি।  
ধন-দৌলত, বিলাসী প্রাসাদ! ঐ সবে কিছু নয়,  
সত্য, মনুষ্যত্ব, বিবেকবোধই মানুষের পরিচয়।