অনাচারে গ্লানিই আছে, আছে পাপ, নেই পুণ্য।
অন্যয়, দুর্নীতির পথে সফলতাও আসলে শূন্য।  
পাপীর পা পড়ুক যতোই সাবধানে আর যতনে,
সে পা ঠিকই পড়বে গিয়ে অনিবার্য মহাপতনে।
পাপিষ্ঠজনে পায় না বুঝতে কীসে আসে মড়ক,
পাপ যে নিজের জন্য নিজে গড়ে তোলে নরক।  
পাপরাজ্যে থেকে পুণ্যের আশা কিভাবে করো?
পুণ্য অর্জনের চেয়ে পাপ বর্জন করাই শ্রেষ্ঠতর।