স্রোতবাহী নদ-নদী, ঝিল, হ্রদ, খাল-বিল
রবির আলো পড়ে সে জল করে ঝিলমিল।  
রাতের ব্যপ্ত আকাশ জুড়ে তারা আর তারা  
চাঁদের মুক্ত আলোয় ভেসে রাত দিশেহারা।
সুবিশাল সবুজ শ্যামল মাঠ অবারিত শস্যে
পূর্ণতার হাসি হেসে মায়ার যাদুতে বশ সে!  
শত পাখির ডাকাডাকি শুনে মন ভরে যায়,
সাত রঙ সিক্ত রঙধনু দিগন্তের শিরদাঁড়ায়।  
যে দিকে নয়ন যায় দেখি সব অপরূপ সৃষ্টি,
কতো সুন্দর এই ভুবন! ফেরে না তো দৃষ্টি।  
কোন মহান কারিগর বলো গড়েছে এ ধরা?  
আপন বিশ্বাসে তার মনটাও যায় জয় করা।