নির্বোধ লোকে ভাবে শিক্ষা শুধু জীবিকা অর্জনের পথ
যেনো অর্থ-জৌলুস-আরাম-আয়েশ-খেয়ালী এক রথ।  
ভাবে না তো তারা বুদ্ধি খাটিয়ে কী আছে যে শিক্ষায়
কী লক্ষ্যে সাধিত শিক্ষা, কী কী দায় রয় সে দীক্ষায়।  
বোধের বিনাশ, চেতনার গ্রহণ, ভাবনা পায় না সাড়া
সংসার, সমাজ, রাষ্ট্র পায় না সহায় সে নির্বোধ দ্বারা।
নিজের আখের গোছাতে সে ব্যস্ত, বোঝে না কিছু আর
শিক্ষাও তাকে বিদ্রুপ করে, এতো শিক্ষার অপব্যবহার!
শিক্ষিত যেজন ভুলে মানবতা, মানুষের কাজে না আসে  
প্রকৃতরূপে মূর্খ সে, নির্বোধ অতি, কোনো মানুষ না সে।