সাহিত্য জীবন নিয়ে লেখা, জীবনেরই আয়নাসম
প্রতিফলিত কর্ম-ভাবনা-বাসনায় ভরা হৃদয় মম।
সাহিত্য জীবনের গাথা, জীবনের ছায়া প্রতিচ্ছায়া  
কলমের কালিতে অংকিত বোধ, ভাবাবেগ, মায়া।
মানবসমাজ, রীতিনীতি, কল্পনা, বাস্তবতার রেশ;
স্বপ্ন-সুখ-দুঃখে পূর্ণ মানবজীবনেরই দলিলবিশেষ।
সাহিত্য সম্পূর্ণ জীবনের আলোচনা-সমালোচনায়
মানবতার প্রবক্তারূপে মানুষের কথাই বলে যায়।
যে সমাজের সাহিত্য ভান্ডার হয়েছে সুসমৃদ্ধ যতো
সে সমাজ মুক্ত আলোয় হয়েছে আলোকিত ততো।