ফ্যাশন, ভূষণ, চলন-ফেরনে কেতাদুরস্ত ভাব,
বাক, বচন, শ্রুতি, বার্তায় রেটোরিক সয়লাব।
কথা-কাজে যার বিস্তর ফারাক স্পষ্ট হলে পরে  
উপরিভাগের সজ্জন ভাবও মিথ্যে প্রমাণ করে।  
চলন, ভাবে, কাজে, কথায় যে জন মানে সাম্য  
তার তরে দেই সম্মান সব, মর্যাদা তারই কাম্য।
শিক্ষা-জ্ঞানে সুদীপ্ত হলে ভাব-ভনিতা লাগে না,
প্রকৃত শিক্ষিত না হলে যে মর্যাদাবোধ জাগে না।