মন্দ, অসৎ, কুৎসিতটাকে চিরতরে করতে রোধ
সুশিক্ষা, বুদ্ধিমত্তার সাথে থাকতে হয় রুচিবোধ।    
নেই তো সেথায় প্রতিভাত সুশ্রী জ্ঞানের পরিচয়  
যেখানে নেই সুবুদ্ধির সাথে রুচিবোধের সমন্বয়।  
মন্দ রুচির মানবগুলোর সেই সভ্যতারও অভাব
যা বিহনে বিবেক-বোধ হারিয়ে নিকৃষ্ট হয় স্বভাব।