কুটিল জটিল দুর্বোধ্য ভাষা বুঝতে পারে ক'জন?
অপ্রচলিত সেই ভাষায় কারা করতে চায় ভজন?      
সহজ সরল বোধ্য ভাষায় মহান সৃষ্টিকর্তার নাম,
ভাষা জটিল করে কেন বাড়াতে চাও কথার দাম?  
শহুরে, অভিজাত কিম্বা হোক না যতোই আধুনিক  
অর্থহীন হয় সে ভাষা যদি শ্রোতা না বুঝলো ঠিক।  
প্যাঁচানো কুঁচকানো ভাষা হারিয়ে যায় অতি তলে,
সবার প্রিয় সে ব্যক্তি যে মাটির ভাষায় কথা বলে।