বিধাতার সৃষ্টি মহাবিশ্বে সবার শ্রেষ্ঠ মানব
কখনো কখনো রূপ বদলে হয় মস্ত দানব।
প্রায় সমাকার শরীরে, দুটি হাত দুটি পায়ে
পৃথিবীর অসংখ্য মানব চলে যে যার দায়ে।
কাঠামোতে মানুষ সবাই, ভিন্ন হয় স্বভাবে
কেউ থাকে আতিশয্যে, কেউ রয় অভাবে।  
দেহে মানুষ ঢের রয়েছে, মনে মানুষ কই?
খুঁজতে মানুষ খোদার ভবে নয়ন পেতে রই।
মানুষ অমানুষের ফারাক দেখি মানবতাতেই  
সব মানুষের ঘাড়ে মস্তক আছে, মস্তিষ্ক নেই।