অজ্ঞ জনে যেও না দিতে কভু পরামর্শ কোনো
উলুবনে কেনো মুক্তো ছড়িয়ে বিফলতা গুনো?
যে জন জানে না কিছু, জানতেও কভু চায় না,
তারে করুণাই করা যায়, সাহায্য করা যায় না।
যে চিনে না নিজেরেই ভালো, চিনবে কী আর?
পুরোদস্তুর অজ্ঞ সে জন, খুলে যে তমসার দ্বার।
অজ্ঞতাকে জয় করেছে যে জন, মন যার উৎকর্ষ
তার মাঝেই ছড়াও মুক্তো যতো, দাও পরামর্শ।
আদেশ-উপদেশ-পরামর্শ বুঝে সেই বেশি ভালো
নিজের অজ্ঞতা যে বিদূরিত করে এনেছে আলো।