শিক্ষা যখন সম্পদ হয়ে বাড়ে দিনকাদিন
সে সম্পদ যায় না ক্ষয়ে, রয় তা মৃত্যুহীন।
শিক্ষা হলো স্বর্গবাণী যা আত্মায় আনে শুদ্ধি
অন্তরে পবিত্রতা আনে, বাড়ায় মানববুদ্ধি।
শিক্ষা ছাড়া জ্ঞান অচল নিপূণতা নেই যাতে
জীবনে আনে পূর্ণতা শিক্ষা অভিজ্ঞতার সাথে।
সে শিক্ষায় কল্যাণ নেই যা বাস্তব ভুলে থাকে
কুশিক্ষা যে বাহুবলে টানে অন্ধকারের বাঁকে।
সম্যকরূপে বিকশিত শিক্ষা কল্যাণ বয়ে আনে
মানবতার ঝান্ডা ওড়ায় প্রতি প্রাণে প্রাণে।
জীবন থেকে প্রাপ্ত শিক্ষা নয় অলৈকিক, তুর্ণ,
অভিজ্ঞতালব্ধ শিক্ষায় জীবন প্রকৃতই হয় পূর্ণ।
বলিষ্ঠ আত্মা, প্রসারিত দৃষ্টি গড়েছে যে দীক্ষা
তাকেই বলে প্রকৃত জ্ঞান, সেটাই প্রকৃত শিক্ষা।