পুস্তকে যার মুখ থুবড়ে পড়েছে উপরে চায়নি আর
চায়নি কভু আর চারপাশ পানে কী গুণ আছে তার?
পুস্তকগত জ্ঞান যে পেয়েছে দেখে না আর যে কিছু
বন্দী জ্ঞানে হয় নাতো লাভ ধায় না আলোর পিছু।
দিনরাত ধরে যে জন শুধু পড়ার চেয়ারে ঠেকায় পিঠ
মানুষ সে হবে- নিশ্চিত নয়, হবে সে শুধু গ্রন্থের কীট।
সে মানুষকে কে চায় বলো যে বসে বসে হয় গ্রন্থমালী?
সেই বিদ্বান প্রকৃত মানুষ যে সচ্চরিত্র, সাহসী, শক্তিশালী।