...   জানতে যে জন প্রশ্ন করে নির্বোধ তারে বলো না,
   লজ্জাবোধে চায় না যে জানতে জানাই তার হলো না।
প্রতিদিনই জেনে নাও কিছু, জানতে জানতে বাড়বে বুদ্ধি
অজ্ঞতা নাশে চাই জ্ঞানার্জন রণ, সমূলে হোক আত্মসুদ্ধি।
জ্ঞানান্বেষণে বৃদ্ধ হয়েছো তবু নতুন জ্ঞানের নেইতো শেষ
না জানা যদি অসম্মানের হয়, জানছে যে জন সেইতো বেশ।