যে অন্তর জুড়ে কপটতা নেই, কপট নয় যে হাসি,
মহান মূল্যে কিনতে সেই অন্তর আমি ভালোবাসি;  
সে হাসিতে ঝরে চাঁদের আলো ধরাতল পূর্ণ করে  
আমার সর্বস্ব করি সমর্পণ আনতে সেই হাসি ঘরে।  
চাই না সে সুন্দর মুখ আড়ালে যেখানে কপট মন  
অপরের সর্বনাশ কামনায় শপেছে তার সকল ক্ষণ।  
নিকৃষ্ট সে জন চিন্তা, কর্ম, কথায় যে জন সভ্য নয়;
সুন্দর মুখের মানুষ হলেও আসলে সে অসুন্দর হয়।