মস্ত এ নগরের বুকে লক্ষ, কোটি মানুষের ভিড়;
স্রোতসম জনতার চরণগুলো সর্বদা চলছে অধীর।
চলনে ফারাক আছে,লক্ষ্য পূরণেও আছে ভিন্নতা;
তবুও সবার এ শহর এক হয়ে বলে কতো কথা!
হাড়ভাঙা খাটুনি খেঁটে কেউ করে সামান্যই আয়,
কেউ ফের গায়ে না খেঁটেও অঢেল অর্থ কামায়।
এ নগরজীবন যেনো কেনা টিকিটে লটারির খেলা
কারো কপাল খোলে, কেউবা পায় শুধু অবহেলা।