সুগ্রথিত মহাসত্যের মাঝে মিথ্যে যে জন খোঁজে
সত্যাসত্যের বিভেদটাকে সে কোনো দিন বোঝে?
শুভ্র প্রাতের আলোক ধারায় অন্ধকার যে দেখে
তার দুই চোখে গ্রহণ লাগা আঁধারই যায় থেকে।
ভালোর ভুবন চিঁরে যে জন খুঁজছে অসীম মন্দ
ভালো কিছু পায় না সে খুঁজে, দেখে শুধুই দ্বন্দ্ব।
যার হৃদয়ে আঁধার প্রকট আলো কি ছোঁয় তাকে?
তার সে হৃদয় সারা জীবন আঁধার ভরাই থাকে।
যার অন্তর সন্দেহপ্রবণ, বোধহীনতার সীমা ছাড়ি
সে অন্তর সব সময় থাকে পাথরের মতো ভারী।