আঁধারনাশী আলোক না ছড়ালে কে বলে তারে রবি?
তুলির আঁচড় না লাগলে কি আঁকা হয় কোনো ছবি?
সাগরের বুকে প্রতি ক্ষণে ক্ষণে উছলে পড়ে না ঢেউ-
এমন দৃশ্য কখনও এই ভুবনে হতে দেখেছে কি কেউ?
পাখির কুজনে হয় না যে ভোর সে ভোর কি আছে-
প্রাতের আলোয় ঝলমলে দিবস আঁধার রেখেছে কাছে?
সাত সাগর তের নদী পার হয়ে তুমি যতো দূরই যাও,
ফুলেল সুবাসে সুবাসিত নয় এমন কানন নেই কোথাও।
এমন মানুষ পেয়েছো কি কভু নির্বিকার, অন্তঃসারশূন্য;
আপন মহিমায় যে পেয়েছে সার্থক কবিতা লেখার পুণ্য?
যে মানুষের মধ্যে আবেগ মেলে, যে তাড়নার প্রতিচ্ছবি  
আন্তরিকতা, দৃষ্টির গভীরতা তাকে করে তোলে মহাকবি।