যে সমাজের সকল ধাপে সংস্কার আছে ছেয়ে
কী করে তুমি উপরে যাবে সে সব ধাপ বেয়ে?
লোকচক্ষু, রীতিনীতি আঁকড়ে ধরে আছে তাই
এ সমাজের বাধা-নিষেধ কভু যে ভাঙতে নাই!
সকল বাঁধন, সকল নিষেধ উপেক্ষা করবে যে
এ সমাজের আদালতের রোষানলে পড়বে সে!
আঁতুড় ঘরেই বিল্পবকে গলা টিপে মারছে সব,
সে সমাজ কভু শুনতে পাবে উত্তরণের কলরব?
গোঁড়া, সংকীর্ণ সমাজ কভু বদলে যেতে পারে?
সমাজ যদি নিজেই না চায় বদলাবে কে তারে?