এসেছে স্বপ্ন উড়ে, রঙিন আশা অবাধ ঘুরে
আজকে তুমি কোন সীমানায় থাকছো রুদ্ধ?
নিভিছে দুঃখ সবই, আঁকছো যে সুখের ছবি
সে ছবি জগতের সকল ভুল করে দিক শুদ্ধ।
যে বোঝে ইচ্ছেটাকে সে কোথাও রুদ্ধ থাকে?  
মেলে দাও মুক্ত ডানা, নেই যে উড়তে মানা
দুচোখ খুলে রেখো সীমানার পেরিয়ে দেখো
অবাধ অসীম সেই জগত যে কতটা অজানা!
রুদ্ধ যে সীমা মাঝে বদ্ধ রয় একঘেয়ে কাজে
সাহস করে কখনো যে মুক্তি পেতে নাই চায়,
আবদ্ধ যে থাকে ঘরে, সীমানাতেই পচে মরে
সে মুক্তির স্বাদ বোঝে না, বদ্ধ মনে মৃতপ্রায়।