এহেন দিবসে প্রার্থনায় বসে কাটালে, ওহে দ্বীনের যাত্রী;  
মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডায় কাটাও কতো রাত্রী!
এক বিধাতার পানে এখানে ওখানে ছুটে যাও তুমি ঠিক,
ভুলে গেছো ধরা, ভুলে গেছো সমাজ, ভুলেছো চতুর্দিক!
প্রার্থনালয়ে নতজানু হয়ে শপেছো আপন জীবনের সবই,
মানুষ মানো না, মানো না আচার, ওহে মুর্খ ধার্মিক হবি!
সমাজ ভুলে প্রার্থনায় গেলে কে বলে তোরে ধার্মিক? বল;
মানবতা বিনে ধর্ম কি হয়? ওরে বকধার্মিকের অযুত ছল।
সৎ, ভদ্র, নম্র, শালীন ও মানবিক হও ধার্মিক হবার আগে;
ধার্মিক হতে মানবতাগুণে উজ্জ্বল সেই ভূষণগুলোই লাগে।