ব্যস্ত এ ধরণীর বুকে কতো কিছুই হয় না স্মরণ;  
অলক্ষ্যেই থেকে যায় ঘাট-অঘাটের কতো মরণ!  
কে মরে ভাগাড়ে পড়ে, কে মরেছে বনে-বাদাড়ে,
কে মরে আত্মঘাতে, কে মরেছে বিষাদে আঁধারে,
কেউ নেয় না সে খোঁজ, কারো যে নেই সে সময়,
মরণ টানে শব অতলে, অলক্ষ্যের মরণ যদি হয়।
যে মৃত্যুর কারণ মহৎ সে তো আসলেই মৃত্যু নয়,  
সে মৃত্যু অমরত্ব আনে, সে মরণে রয় না যে ভয়।