যুদ্ধ-বিগ্রহে ভাঙ্গে ঘর, সে ঘর আবার বাঁধে;
ঝড় তুফানেও ভাঙ্গে, তবু সে দমে না সাধে।
এক আশা ভেঙ্গে যায়, বাঁধে সে নতুন আশা;
মুখে ঝরে অক্ষত হাসি, বুকে দুঃখ সর্বনাশা।  
লোভে পা পড়ে না কভু, নীতি থাকে অক্ষুণ্ণ;
অভাবে পোড়ে না স্বভাব, বিদূরিত নয় পুণ্য।  
পাওয়ায় অপূর্ণতা থাক, তবুও যে ক্ষেদ নেই,
দমানো যায় না মনুষ্যত্ব বোধটাকে কিছুতেই।  
ঘোর প্রতিকুলতায় যার স্বভাব দৃঢ়, দীপ্যমান  
সেই তো বিচক্ষণ মানুষ, সেই তো চরিত্রবান।