আম-জনতার কদর যদি করতে না পারো
এই জীবনে পদে পদে ভুগবে তবে আরো।
এতো লোকের মুখের কথা মেকি তো নয়,
অবজ্ঞাতেই আসবে বিপদ, করো সে ভয়।
শিক্ষিত হোক, মূর্খই হোক, জনগণই ঠিক,
এই জনতায় ভর করলে ভ্রষ্ট হয় না দিক।      
এই জনতা সুবিচারক, সত্য- সেটাও মানি,  
সমালোচকের চেয়ে বিজ্ঞ, সবচেয়ে জ্ঞানী।