ধরায় বুঝি এই উঠলো বেজে প্রলয় দামামা,
ধ্বংস এ পতিত সভ্যতাকে করবে না ক্ষমা!
সর্বাকাশে আজ শুধু কালো মেঘের ঘনঘটা,
বিজলী গর্জে উঠা আওয়াজ যেনো কানফাটা,  
পৃথিবী দুমড়ে মচকে যায় কালবৈশাখী ঝড়ে,  
সমুদ্রের হিংস্র স্রোতে কূল ভেঙ্গে আঁছড়ে পড়ে,
দমকা হাওয়ায় মানব তরীর ছিঁড়ে গেছে পাল,  
নাবিকের হাত থেকে ফসকে গেছে যে হাল,
মাথার উপরে ঘুরে অশনির অসীম ঘূর্ণিপাক,  
হয়তো হবে সমাধি সলিলে, নয়তো বিপাক।