কার সাগরে আশার তরী
বেয়েই গেলো এতো কাল!
এ কূল ও কূল- দু'কূল গেলো,
আশার তরীর জীর্ণ হাল!
হারিয়েছি আশার আলো
হারিয়ে গেছে হৃদয়ের বল,
যে প্রেমে প্রেম দিয়েছি সপে
হারিয়ে সে প্রেম ধায় অনল।


প্রেম হারানোর ব্যথা বুকে,
দুঃখ রাখি লুকিয়ে,
কেঁদে কেঁদে দু'চোখের নদ
গেছে বুঝি শুকিয়ে।
চাইলেও আর ঝরে না জল,
বিষাদ অশ্রু জোটে না।
কষ্টে আমার বুকে ফেটে যায়,
মুখে কথা ফোটে না।