সুখ-দুঃখের হিসেব করি না আমি,
পেলাম, না পেলামের কোন বাতিক নেই আমার,
কামনার জঞ্জাল, বাসনার জটলা,
সব উপড়ে ফেলেছি জোরে।
আমি বাধাহীন, সীমাহীন, উন্মুক্ত আকাশ।
বেড়াই ঘুরে যেথা যায় মন,
দেখি দু-চোখ যা দেখে অপলক।
ওহ! মুক্ত বিহঙ্গ আমি।
যেখানে ইচ্ছে উড়ি, যেখানে ইচ্ছে থামি।
ফসলের ক্ষেত থেকে কুড়িয়ে নেবো কুয়াশা,  
শরীরে ছড়িয়ে দেবো হাজার শিশির বিন্দু,
চেয়ে চেয়ে দেখবো অগণিত মানুষের মুখ,
খুঁজে বেড়াবো না-আঁকা সব চিত্রকর্ম,
কিম্বা কোন অপঠিত কবিতা,
ক্ষণিকে ক্ষণিকে আনন্দে ডুবে যাওয়া,
খুঁজবো নানা প্রতিমা আর শিল্পরূপ।
সব অগতানুগতিক, অপরূপ,
যেন স্বপ্নের মধ্যে বসবাস আমার।
তারপর এখানে,
এই কাগজের শ্বেত বক্ষে,
কালির আঁচড়ে গড়বো নতুন জীবন,
নিজের একান্ত আপন,
নতুন ও বিচিত্র,
বিচিত্র ও রঙিন,
চার পাশের সাথে যার থাকবে না মিল,
কবিতার ছত্রে ছত্রে যেন অগণিত যাদুর মিছিল।