অতীতটাকে ভুলে যে জন
বর্তমানেই মেতে থাকে
বর্তমানকে ভুলতে সে আর
কিছুই কি বাকি রাখে?
বর্তমানে চলতে যে জন
অতীত হতে শিক্ষা নেয়
নির্ভুলতায় এগিয়ে সে
বর্তমানকেও করে জয়।
ভবিষ্যতের ভিত্তি যদি
বর্তমানকে মানতে হয়,
অতীত তবে শিক্ষার দ্বার
সেখান থেকেই জানতে হয়।