লাল সবুজের পতাকা হাতে তুমি এভারেস্ট দাও পারি!
তোমার দেশপ্রেমে বিদেশে যাচ্ছে টাকা কারি কারি,
লাখো মানুষের পতাকা বানিয়ে গিনিসে লেখাও নাম!
তোমার দেশপ্রেমে কতো মানুষের পকেটের বিধিবাম।
মেকি দেশপ্রেম দেখাতে কণ্ঠে ধরো দেশের গান,
দেখেছো কি কভু গাড়ির চাপায় ঝরে যায় কত প্রাণ?
বৈশাখে তুমি উড়িয়ে টাকা রাঙ্গিয়ে করো বর্ষবরণ!
দেখনা’ত চোখে কতো বখাটে করছে নারীর বস্ত্রহরণ।
কথায় কথায় দেশপ্রেম আনো তোমার অমন মুখে,
কারও বেদনায় ব্যতীত তুমি? কেঁদেছ কারও দুঃখে?
মঞ্চ কাঁপায়ে বক্তৃতা দাও, জনসেবায় তুমি ব্যস্ত!  
দেখেছো কভু জনতা জীবন দুর্ভাগ্যে করেছে ন্যাস্ত?
রাস্তা জুড়ে ল্যাম্পপোস্ট লাগাও, ভবনে আলোকবাতি
সেই রাস্তায় পরে থাকে শিশু, কাঁদছে দিবসরাতি।
পোশাক-আশাকে আপাদমস্তকে দেশপ্রেমের বাহার!
ভেবেও দেখোনা কতো মানুষের মুখেই পড়েনা আহার।
দেশপ্রেম বুলি মুখে আওড়াও ছেলেমেয়ে মায়ে বাপে!
দেখনা’ত চোখে কতো মানুষ শীতে থরথর করে কাঁপে।
দেশপ্রেমিকের ভাব যে দেখাও বিদেশী পোশাক পরে,  
দেখেছো, বস্ত্রহীনে নিজেকে কেমন রেখেছে বন্দি করে?    
দূরে গিয়ে মর, ওহে জ্ঞানীমানী, মিছে দেশপ্রেমবাদী!
এমন দেশপ্রেমে লজ্জিত এ দেশ, জনসাধারণ কাঁদি।  
বের হয় আসো আমজনতা, প্রতিবাদী আগুন জ্বালাও,  
ভন্ড দেশপ্রেমিক ছাড়ো এ দেশ, মুখোশধারীরা পালাও।