ত্যাগের মহিমায় হোক উদ্ভাসিত মন;
কে আপন, কে বা পর, নেই বিভাজন,
নেই কোন ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ,  
নেই কোন জরা-শোক, নেই কোন ক্লেশ।
দুই হাত বাড়িয়ে দেয়া, কাছে নেয়া বুকে,
মিলেমিশে একাকার অবারিত সুখে।
উচ্ছ্বাসিত সব মুখ, হাসি রাশি রাশি,
সকল বিভেদ ভুলে ভালোবাসাবাসি।    
আপনকে বিলিয়েছি প্রত্যেকের মাঝে,  
সাম্যের সুরে আজ সব বীণা বাজে।
আকাশ, বাতাস জুড়ে বিধাতার বাণী-
গরীব, নিঃস্ব, দুঃখীরে আপন যে মানি।
ঐক্যের কাতারে মিশে বৈষম্য রুখি,
অপরকে সুখি করে নিজে হই সুখি।
শান্তি ছড়িয়ে যাক, থাক দূরে শোক,
ধরণীর প্রতি পদ আলোকিত হোক।
আলোকিত হোক মন, পশুত্ব নাশে
বিবেক জাগুক তবে মনুষ্যত্ব বিকাশে।
খোদার তরে ত্যাগ হাশমত-দৌলত,
বুকের গহীনে গাঁথা আল্লাহ্‌- হযরত।
আজ রিক্ত হয়ে পাই অমৃত-তৌহিদ,
মনেতে কাবা গড়ি, হই সবে উম্মিদ।
মানুষকে আগে রাখি, বিবেকের ডাক-
সবার তরেতে হোক ঈদ মুবারাক।