আজন্ম বুকে বাঁধা অজস্র স্বপ্ন
                     মাকড়শার জালে আটকে অঝরে কাঁদে।
           কাঁকডাকা ভোরে ঝরে যায় অপূরণীয় কামনাগুলো
                      মরা ফুলের পাঁপড়ির মত।
           আশার তরী ডুবে যায় তমসার গহ্বরে।
           আমি জেগে উঠি,
                       হেঁটে চলি ক্লান্ত পদক্ষেপে।
           এখানে স্বপ্ন দেখে সবে,
                       স্বপ্নেই ভালোবাসা,
           স্বপ্নে করে শুরু, স্বপ্নেই হয় শেষ,
           সব হারিয়ে রাখে শুধু স্বপ্নের রেশ।
           পৃথিবী রাঙিয়ে যখন রবি আলো জ্বালে,
                      শুরু হয় স্বপ্নের।
           পাগল মানুষ চলে কামনার তালে।
            আস্টে পিস্টে যায় স্বপ্নের জালে।
          ভাঙ্গা স্বপ্নের স্তূপে গড়ে স্বপ্নের প্রাসাদ।
           আশার সাগরে ভাসে স্বপ্নের ভেলা
          আশাহত মানুষ খেলে স্বপ্ন-স্বপ্ন খেলা।
               স্বপ্নপূরণে যুদ্ধের শেষ নেই
               এ ধরায় স্বপ্ন সব কিছুতেই।
            স্বপ্ন দেখতে সবাই ভালোবাসে,
                  স্বপ্ন ভেঙ্গে কেউ কাঁদে,
         স্বপ্নের দুয়ারে পা ফেলে কেউ কেউ হাসে।
         অশান্ত মানুষগুলো স্বপ্নপূরণে অস্থির, অধীর।
        স্বপ্ন ভেঙ্গে গেলেও শেষ স্বপ্ন-শুধু এক ছোট্ট সমাধির।