কোনো এক বরষার দিনে
এসো তুমি পাশে
হাত ধরে দুজনে
উড়বো আকাশে।


ঝিরঝির বৃষ্টির মিষ্টি পরশে
অবাধ প্রণয় সুরে
সঙ্গীত বশে
যাদুর মন্ত্রে মাতা অসীম হরষে।


কাজল কালোয় আঁকা নয়নের তীরে
ভেড়াবো আমার নাও।
বাড়াবো দুহাত আমার
তুমি যদি চাও,
ভাসবো সুখের নদে।
দুটি দেহ, এক মন,
প্রেম প্রতি পদে।


উপচে সাগরের জল
ডুবলে ধরণীতল
ভিজবো ভাসিয়ে ভেলা,
তুমি আর আমি
আমি আর তুমি
প্রেম প্রেম খেলা।