তোমার বচন, প্রলাপ-রচন, ধ্বনি, প্রতিধ্বনি
            হৃদগহীনে সঞ্চারিত,    
            বুক পেতে তা শুনি।  
           মুখ ফুঁটে যা বলেছিলে  
             আছে কানের পাতে,  
          তাও ভুলি নাই যা বলেছো  
               শুধুই ইশারাতে।  
বলবে বলবে করেও যা বলো নাই গো তুমি,  
তাও নিয়েছে বুঝে আমার মনের চারণভুমি।  
         তোমার যতো প্রলাপ-কথন
          যেনো ছিলো ঝড়ের মতন
              তাও নিয়েছি বুঝে,  
         যা ভেবেছো ভুলের বোঝা,  
          বলতে যেয়ে ভুলেছো যা              
             তাও নিয়েছি খুঁজে।  
           যা বলেছো কাছে থেকে,
              কিম্বা থেকে দূরে,  
           এখনও তা মনাকাশে  
               মধুর বায়ে উড়ে।  
           সকাল-দুপুর-রাত্রি-নিশি
               সময় সময় ধরে,
           বাতুল মেয়ে চপল মুখে
             বলতে আপন করে
          মনের কথা, প্রাণের কথা,
               কথা সারাবেলা।
         আজকে আমি একলা বসে
             খুলি স্মৃতির মেলা।  
         যে জন ভালোবাসতে জানে
             সেই রাখে সব মনে,
         হারিয়ে যাওয়া প্রণয় লগণ
               স্মরে প্রতিক্ষণে।  
         আমায় তুমি ভুলেই গেছো,
              আমি ভুলি নাই।  
         হাত বাড়ালে পাই না ঠিকই,
              হৃদ-মাজারে পাই।