রোজ সকালে বাতায়ন খুলে
মেলে দুটি চোখ ঐ সুদুরে তাকিয়ে রবো,
তুমি কি আমার আকাশ হবে?


ধরা পিছে ফেলে শুধু ভেসে ভেসে
আমি মহাকাশ দেবো পারি,
তুমি কি সেই শুণ্য হবে?


জড়িয়ে নেবো আমার এ দেহ
বৃক্ষরাজি, গুল্মলতায়,
তুমি কি সেই সবুজ হবে?


স্রোতে শপে দেবো আমারে আমি,
ঢেউয়ে ঢেউয়ে যাবো ভেসে কোনো কূলে,
তুমি হবে সে স্রোতস্বিনী?


মুদে দুটি চোখ বাড়িয়ে দুহাত
আমি ভিজে ভিজে জড়াবো তোমায়,
তুমি কি আমার বৃষ্টি হবে?


বিছানায় শুয়ে শুয়ে সাত আকাশ দিবো পারি,
আমায় সঙ্গ দেবে ডানাকাটা পরী,
হাতে হাত রেখে হবো দেশান্তরী,
স্বর্গে বাঁধবো ঘর,
পৃথিবীর প্রলয়কালেও
হবো নাকো পর,
তুমি কি সেই স্বপ্ন হবে?


কান পেতে শুনবো ঝিঁঝিঁপোকার ডাক,
হাত পেতে নেবো ঝিকিমিকি আলো,
মেঘ হয়ে ঢেকে দেবো পূর্ণিমার চাঁদ,
আলোয় আলোয় ভাসাবো অন্তরখানি,
তারার প্রহরায় আমি দিশেহারা হবো,
তুমি কি আমার রাত্রি হবে?


সিঁদুর রাঙ্গা রবির ভোরে
পড়লে আলো তোমার ঘরে,
ভাঙবে তোমার ঘুম।
আকাশে উড়বে শত বিহঙ্গের ঝাঁক,
গাছে গাছে কত কলরব!
কোমর দুলিয়ে নাচে কৃষাণীর কলস,
আলতারাঙ্গা পায়ে লাগে শিশিরবিন্দু,
জলমাঝে ভেসে উঠে রাজহাঁসের পাল,
বাতাসে ঝাঁপটা খায় নববধুর ভেজা চুল,
পাটের সুতায় টাঙ্গা ভেজা রঙিন শাড়ি,
উঁকি মেরে দেখা হয় মুক্ত আকাশ,
তুমি কি রাতশেষে সেই প্রত্যূষ হবে?  


হাজার বছরের সব কুসংস্কার নিপাত যাক,
ধ্বংস হোক সব ধর্মান্ধতার,
মানুষে মানুষ হোক মিলন এবার,
ভেদাভেদ উঠে যাক সব চিরতরে,
শোষণ, দুর্নীতির হোক যবনিকা পাত,
দুঃখ-কষ্ট-জরার হোক পতন আজি,
আলো এসে সব কালোর করুক বিনাশ,
মহাপ্রলয় লাগুক এসে অমানবতায়,
শত কোটি কণ্ঠে হোক বিজয়ের গান,
তুমি হবে সেই বিপ্লব?


বাঁকা দুচোখে আঁকা কাজলের আলপনা,
দুঠোঁটে ভাসে শুধু লাল শাপলার দল,
কালো মেঘে ছেয়ে যাক মাথাভরা কেশ,
মুচকি হাসলে ভাসে টোলে ঢাকা তিল,
চোখের মাঝেতে ভাসে পৃথিবীসকল,
পায়ের পাতায় হাসে আলতার লাল,
দুটি হাতে বাজে শুধু চুড়ি রিনিঝিনি,
আঁচলে ঢাকবে ঐ লাজুক বদন,
তুমি সেই রাঙ্গাবধু হবে?


হাজার রঙে নেবে তোমাকে ঢেকে,
পাঁপড়ি দুলিয়ে দেবে তোমার গায়ে,
মুধে ঢেলে হৃদয়ে জাগবে তুমি,
ভ্রমর আসবে কতো জাগাতে তোমায়,
তুমি কি হবে কভু বাগানের ফুল?


তুমি যদি হও আকাশ, আমি হবো পাখি,
বাতাস হলে তুমি, আমি হবো ঝড়,
তুমি সবুজ হলে আমি হবো পত্তর,
তুমি হলে নদী, আমি স্রোত হয়ে থাকি।
বৃষ্টি হয়ে দেখো আমি ভেজা আল্পনা,
স্বপ্ন হয়ে দেখেও আমি রঙ্গিন কল্পনা,  
রাত্রি হলে তুমি, আমি হবো তার কালো,
তুমি প্রত্যূষ হলে, আমি হবো আলো,
তুমি বিপ্লব হলে, আমি হবো জয়গান,
রাঙ্গাবধু হলে আমি হবো বরপ্রাণ।
তুমি ফুল হলে হবো ভ্রমর তোমার,
তুমি ছাড়া এতো কাছে কে আছে আমার?


যেটাই হওনা তুমি, আমি সাথে আছি,
সকাল-সন্ধ্যা-রাত খুব কাছাকাছি।