মানুষগুলো বেজায় ভালো
হাসি-খুশি ভরা,
অনেক আগেই হারিয়ে গেছে
দুঃখ-কষ্ট-জরা।
সবাই সবার অনেক আপন
শত্রু তো নয় কেহ,
মনের মাঝে মিলন গাঁথা
ভিন্ন শুধু দেহ।
হাভাতে আর হতাশ মলিন
মানুষ মেলা ভার,
হাত মিলেছে হাতগুলোতে
আনন্দ সবার।
দুঃখ কী তা কেউ জানে না,
সবাই জানে হাসতে,
সুখের জোয়ার উপচে পড়ে
শুধু ভালোবাসতে।
ঈর্ষাতে নেই, বিদ্বেষে নেই,
মঙ্গল করে কাম্য,
জাত-বেজাতের ভেদাভেদ নেই,
সবখানেতেই সাম্য।
ছোট-বড় সবাই কাছের,
সবাই সবার তরে,
নেই তো কোনও তমসার ছটা,
আলোক সকল ঘরে।
এক ধর্মের মানুষ সবাই,
মানবতাই সব,
সবার উপর মানুষ সত্য,  
সবার একই রব।
মিথ্যে গেছে ধুলোয় মিশে
সত্য সর্বখানে,
মানব ছুটে মানবপানে
ভালোবাসার টানে।
এখানে নেই সীমানা প্রাচীর,
কাঁটা তারের বেড়া,
এ পৃথিবী এক জনপদ
স্বপ্ন দিয়ে ঘেরা।  
এমনই এক পৃথিবী চাই,
মানবকুলের দাবি।  
দাওনা প্রভু, মিলিয়ে মোদের
স্বপ্নলোকের চাবি।