প্রেমের প্রতিপাদ্য পড়তে পড়তে আমি ক্লান্ত,
বস্তাপচা প্রেমকাব্য ভাল লাগে না আর।
মননে মানানসই গাঁথুনি হোক এবার,
শক্ত হোক আরো ভিত্তিপ্রস্তর।
ঝড়ো বাতাসেই নয়, বজ্রপাতেও যেন থাকে অটুট।
কালের কলসকে উল্টে দিতে চায় মন,
পুরনোকে ফেলে হোক নতুনের আগমন।
মনে মনে এখন সংঘর্ষই হয়,
ভালোবাসার নামে যত অভিনয়।
রুপকথার রাজকন্যা আজ অচল পয়সা,
পঙ্খিরাজ ঘোড়ায় চরে রাজপুত্র আসে না।
মন আর পুরাণ শুনতে চায় না,
শুধু চায় যৌবন তৃষ্ণার অবসান।
মনেতে রেখে মন মেটে না আশা,
কোথায় যেন শুণ্যতা, অপূর্ণতার আহাজারি।
দেহরে দূরে ঠেলে চলেনা প্রেমের কারবারি।
মনে মনে মিশে গেছে, দেহে দেহে কথা,
সংগম সাধন হলেই বুঝি প্রেমের পূর্ণতা!