কোন এক বিদ্যুৎ বেগে তুমি এলে চলে,
হরিৎ নয়নে চেয়েছিনু, কী যে গেলে বলে!
উষ্ণ ছোঁয়ায় এ গায়ে লাগিয়েছিলে আগুন,  
আমার ধরণীতে ছিলো হাজার ফুলের ফাগুন।  
কতো কথা বলেছিলে তুমি কানে কানে!
এখনও সে কথা ভাসে বাতাসের বানে।
নুপুর কক্কনে বেজে গুটি পায়ে পায়ে
সহসা বসেছিলে এসে গা রেখে গায়ে।
হঠাৎই গিয়েছো চলে দিয়ে বজ্রাঘাত,
মনে মনে মিলনের হলো যবনিকা পাত।  

হারিয়ে তোমায় আমি হইনি তো শেষ,  
মুখে তুলিনি বিষ, নেইনি ব্যথানাশী মলম,
তোমাকে হারিয়ে আমি আজ উদাস এক কবি,
হাতে তুলে নিয়েছি মর্মস্পর্শী এক কলম।  


তোমার বিরহে ভুগে আজ আমি কবি,
কবিতার ছত্রে ছত্রে আঁকি বিরহের ছবি।