সময়ের কাঁটায় কাঁটায়
হৃদয়ের মণিকোঠায়
অনুভব আচ্ছাদনে
হতো কতো কথা!


প্রণয়ের বিষম চাপে
মেপেছি মিলন মাপে
দু’কায়ার উম্মাদনা,
সুখ, দুঃখ ও ব্যথা।


শরীরী আর অশরীরী
কামনার অগ্নিগিরি
সীমাহীন অগ্নিপাতে
মিলতো দুটি মনে।


উর্বশীর উদাম বুকে
দুজনার শয়ন সুখে
নয়নে নয়ন রেখে
চাওয়া প্রতিক্ষণে।


নলিনীর পাপড়ি দোলায়
কেবলই আত্মভোলায়
তোমারই আঁচলবাঁধা
ছিলো উতাল প্রাণে।


ছিলো এক নেশার হাওয়া
যতো সব অলীক চাওয়া
মাতিয়ে জগত আমার
গুলবদনীর ঘ্রাণে।


তোমার দুই কপোলপাশে
দীঘল ঐ কালোকেশে
শপেছি সদাই আমার
বাসনার অঞ্জলি।


তোমার প্রেমপ্রলাপ শুনে
আকাঙ্ক্ষার প্রহর গুনে
কেটেছে দিবসরাতির
সকল কোলাহলী।


তোমার ঐ বদনরেখায়
প্রণয়ের ভাগ্যলেখায়
ছিলো না দু’জনে আর
এক সাথে পথ চলা।


ক্ষণিকের কোন যে ভুলে
দু’জনাই আজ দু'কূলে,
মনেতে আঁচড় দাগে  
যে কথা হয়নি বলা।