দুহাত বাড়িয়ে রৌদ্রের আলোতে খুঁজি,
নিরাশ করো আমাকে,
চাঁদের আলোয় খুঁজি প্রতি শুক্লপক্ষে,
ফের করো আশাহত,
অন্ধকারে চারিধারে হাতড়িয়ে বেড়াই,  
তোমার স্পর্শ পাইনা তবু,
উন্মুখ দুচোখে আলোআঁধারিতে তোমায় খুঁজি,
তুমি অধরাই থেকে যাও,
চিন্তা, কল্পনা, স্বপ্নরাজ্যের যুবরাজ্ঞী তুমি,
বাস্তব আমার শুধু শুণ্যতা,
তোমার পথে শপেছি আমার প্রসারিত হাত,
ফিরিয়ে দিয়েছো রিক্তহস্তে,
আমার আশা আজ নিরাশার বৃষ্টি হয়ে ঝরে,
সে বৃষ্টিতে ভিজি নিঃসঙ্গ,
তোমার অস্তিত্ব কি তবে কল্পনাতে থাকে লিখা?
স্বপ্ন ভঙ্গের দামামা বাজছে মনে,
হৃদয়ে লেগেছে আগুণ, ধিকিধিকি জ্বলে অগ্নিশিখা,
একটি প্রশ্নই করি ক্ষণে ক্ষণে,
তুমি কি বাস্তব নাকি শুধুই এক মরীচিকা?