বলে লোকে
আমি বদ্ধ উন্মাদ,
নিয়মনীতিকে করেছি বরবাদ,
শুধু তোমার ভাবনায় ডুবি, ফের ভাসি,  
তোমার ভাবনায় আমি ভাবুক, সপ্নবিলাসী,  
আমি অজেয়, অদম্য, এক অভিলাষী তরুণ,
মধ্যগগণে ফুঁসে ওঠা তেজময় দীপ্তময় অরুণ,  
আমি যৌবনের অশ্বারোহী, প্রণয়পথের পথিক,
শুধু জানি, চলার পথে আমার এই একটাই দিক,  
হেঁটে চলি দৃপ্ত পদক্ষেপে, শ্রান্তি-ক্লান্তিকে করি পরাস্ত,  ,
আমি তোমার সুখের তরে আমার সবকিছুকে করেছি ন্যাস্ত,  
হেঁটে চলি আমি, লক্ষ্য শুধু তুমি। মনোবল? সেও অনেক আছে,    
প্রণয়ের পথ সুকঠিন, আর সে পথ গিয়ে শেষ হয় শুধু তোমারই কাছে,  
কন্টকে বেঁধে পায়ে রক্ত ঝরুক, ঝরে হইনা কাহিল, বাদলেই বা কী আসে যায়?
আমার স্বপ্নের ঘুড়ি তোমার আকাশে উড়ে, আমি বিচরণ করি তোমারই পাতা আঙ্গিনায়।    
আমার পৃথিবী জুড়ে সে তো তুমি, আমার হৃদয়ে তুমি তোলো সুর, রিনিঝিনি বাজে তোমার নূপুর,  
পথের শেষে আছো তুমি, দু’চোখ মেলে দেখবো তোমায়, প্রত্যূষে হোক, কিম্বা শেষ সকাল, হোক তপ্ত দুপুর,  
সময়-সময়ের জ্ঞান নেই আমার, অপলক নয়নে শুধু চোখাচোখি, ক্লান্ত বিকেল-সন্ধ্যা-গভীর রাতেই কিবা যায় আসে,
প্রতি পদক্ষেপে আশা বাড়ে আরও, কতোদিন পরে দেখবো তোমার মায়াবী মুখখানি, আশাবাদী অন্তর শুধু তাই ভেবে হাসে।