দু’হাত তুলে                     মুখটা খুলে
          আকাশ পানে তাকিয়ে
এপাশ দোলে               ওপাশ দোলে
    মাথাটারে বাঁকিয়ে।
একটু হেঁটে                       আঁচর কেটে
     পেটটারে বাড়িয়ে,
ধুলোর হাওয়া            হয় যে খাওয়া
     মশামাছি তাড়িয়ে।
মুখের হাসি                    গলার কাঁশি  
       বিড়বিড় শব্দ,
সারাদিন                       দমহীন
      সারাগ্রাম জব্দ।
কচিকাল                   জীর্ণহাল
      গাল দুটি ফুলিয়ে
বাঁকা পায়ে                             সারা গায়ে
     চলে হাবা দুলিয়ে।  
কোনো ডাকে                          কোনো হাঁকে  
     হাবা রয় সাড়াহীন,
নেই কূল                      দিক ভুল
     ঘোরাঘুরি সারাদিন।  
নেই নাওয়া                            নেই চাওয়া
        অকাল কুষ্মাণ্ড,  
বসা-ওঠাই                       দৌড় ছোঁটাই  
        হাবাটার কান্ড!